ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনাভাইরাসে আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট এবতেকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট এবতেকার

ভয়াবহ রূপ নেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস চীন থেকে ইরানে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ দেশটির নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইরানের সরকারি একটি গণ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানায়।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইরানে নতুন করে ১০৬ জন শনাক্ত হয়েছে।

আর দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ২৬ জনের মৃত্যু হয়েছে। যা চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনা আক্রান্ত ২৫৪ জন।

এর আগে গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি জানা যায়।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।