ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যামাজনের দুই কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মার্চ ২, ২০২০
অ্যামাজনের দুই কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনের দুই কর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

সোমবার (০২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

অ্যামাজন জানায়, ইতালিতে তাদের দুই কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র ড্যান পারলেট বলেন, আক্রান্ত কর্মীদের সমর্থন দিচ্ছি আমরা এবং তারা এখন মিলানে কোয়ারেন্টাইনে রয়েছে।

যুক্তরাষ্ট্রে কোনো কর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে কি-না তা জানে না প্রতিষ্ঠানটি। তবে জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে ভ্রমণে কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে তারা।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।