ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা আক্রান্ত রোগী কমায় উহানে বন্ধ হলো অস্থায়ী হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২, ২০২০
করোনা আক্রান্ত রোগী কমায় উহানে বন্ধ হলো অস্থায়ী হাসপাতাল ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসের উৎসস্থল উহানে নির্মিত অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দিয়েছে দেশটি। কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে ও আক্রান্তদের চিকিৎসার জন্য তাড়াহুড়ো করে নির্মাণ করা ১৬টি অস্থায়ী হাসপাতালের মধ্যে প্রথমটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (০২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

হুবেই প্রদেশ ও এর রাজধানী উহানে অনেকটাই কমে গেছে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা।

তবে ঘরে ফেরা চীনা নাগরিকদের এ রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্ক রয়েছে চীন।

রোববার (০১ মার্চ) হুবেই প্রদেশে কোভিড-১৯ এ নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯৬ জন, গত ২৪ জানুয়ারির পর যা সর্বনিম্ন। এদিন চীনের মূল ভূখণ্ডে আক্রান্ত হয়েছেন ২০২ জন। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে কোভিড-১৯ রোগে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা মোট ৮০ হাজার ২৬।

রোববার এ রোগে নতুন করে মারা গেছেন ৪২ জন। এতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯১২।

নতুন করে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় শেষ ৩৪ রোগী সুস্থ হওয়ার পর উহানের প্রথম অস্থায়ী হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত উহানে ১৬টি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। সেগুলোতে ১৩ হাজার শয্যা ছিল এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ১২ হাজার মানুষকে। অস্থায়ী হাসপাতাল নির্মাণ করায় উহানের হাসপাতাল শয্যার সংখ্যা পাঁচ হাজার থেকে বেড়ে হয়েছিল ২৩ হাজার।

গত সপ্তাহে চীনের ১৮টি প্রদেশে করোনা ভাইরাসে জরুরি অবস্থার মান কিছুটা কমানো হয়েছে। তবে, রোববার প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেন, দীর্ঘ সময়ের কথা মাথায় রেখে এ প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরিভিত্তিতে যেভাবে কাজ করা হয়েছে, তাতে যে ফাঁকফোকর রয়েছে, তা বের করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।