ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চাপের মুখে পদত্যাগ করলেন ইরাকের নয়া প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ২, ২০২০
চাপের মুখে পদত্যাগ করলেন ইরাকের নয়া প্রধানমন্ত্রী

ইরাকের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি পদত্যাগ করেছেন। সোমবার এক ভিডিও বার্তায় নয়া মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। 

তিনি জানান, বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

আগামী ১৫ দিনের অন্য কাউকে এ এ দায়িত্ব দেওয়া হবে।  

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংকটের মুখে পড়েন আলাভি। মন্ত্রিসভার সদস্যদের বাছাইয়ের পর সংসদের আস্থা অর্জনের চেষ্টা করে ব্যর্থ হন। এরপরই তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

ইরাকের আইন অনুযায়ী নয়া প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করতে হয়। এরপর মন্ত্রিসভার ওপর আস্থাভোট অনুষ্ঠিত হয়। আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।