ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গোমূত্র-গোবরে সারবে করোনা, বললেন বিজেপির এমপি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মার্চ ২, ২০২০
গোমূত্র-গোবরে সারবে করোনা, বললেন বিজেপির এমপি!

সারা বিশ্ব যখন প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত, হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন,  এর প্রতিষেধক আবিষ্কারে নাকানিচুবানি খাচ্ছে দুনিয়ার সব দেশের চিকিৎসক, বিজ্ঞানী; ঠিক সেই মুহূর্তে করোনার চিকিৎসায় অদ্ভূত পরামর্শ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক সংসদ সদস্য। গো-মূত্র ও গোবর ব্যবহারে করোনা সেরে যাবে বলে দাবি তার। 

সোমবার (২ মার্চ) আসামের পার্লামেন্টে এক অধিবেশনে এসব কথা বলেন বিজেপির নারী সংসদ সদস্য সুমন হরিপ্রিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

খবরে বলা হয়, সোমবার আসামের পার্লামেন্টে বাজেট অধিবেশন চলাকালে বাংলাদেশে গরু পাচার সংক্রান্ত এক ভাষণে সুমন হরিপ্রিয়া বলেন, আমরা জানি, ক্যান্সারের মতো চিকিৎসায় গো-মূত্র ও গোবর উপকারী। গরুর গোবর ও মূত্র খুবই উপকারী। কোনো জায়গা পবিত্র করতে গো-মূত্র ছিটিয়ে দেওয়া হয়। আমি মনে করি, করোনা সারাতে গো-মূত্র ও গোবর দিয়ে এরকমই একটা কিছু করা সম্ভব।  

সংসদে বাংলাদেশে গরু পাচার বিষয়ে এ নারী এমপি বলেন, ভারত, বিশেষ করে আসাম থেকে পাচার হওয়া গরু দিয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ গরুর মাংস রফতানিতে সারা বিশ্বে দ্বিতীয়। এইসব গরুই আমাদের। এর আগের কংগ্রেস সরকার গরু পাচার ঠেকাতে কোনো কাজই করেনি।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ০২, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।