ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি সহিংসতা: ‘নাটের গুরু’ কপিলের জন্য ২৪ ঘণ্টাই পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
দিল্লি সহিংসতা: ‘নাটের গুরু’ কপিলের জন্য ২৪ ঘণ্টাই পুলিশ

যার উসকানি ও পরিকল্পনায় দিল্লিতে সহিংসতার ঘটনা ঘটে বলে জোরালো অভিযোগ আছে, সেই বিজেপি নেতা কপিল মিশ্রকে ২৪ ঘণ্টাই পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। 

কে বা কারা তাকে ‘প্রাণনাশের হুমকি’ দিয়েছে বলেই তাকে এই নিরাপত্তা দেওয়া হচ্ছে।  

দিল্লির সাম্প্রতিক সহিংসতায় কপিল মিশ্রের হাত আছে বলে অভিযোগ বিরোধীদের।

২৩ ফেব্রুয়ারি রোববার তিনি এই উস্কানি দেন বলে অভিযোগ। ওইদিন উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী অবস্থান প্রত্যাহার করাতে তিনি হুমকি দেন। একইসঙ্গে বলেন, ট্রাম্পের সফর পর্যন্ত অপেক্ষ করব, এর পর কিন্তু আর কাউকে সময় দেওয়া হবে না।  

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন কপিল মিশ্র। তার দাবি নাগরিকত্ব আইন সমর্থন করে তিনি কোনও ভুল করেননি।

ওয়ানইন্ডিয়া জানাচ্ছে, কপিল মিশ্রকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়ছে। এ জন্য তিনি দুজন পার্সোনাল সিকিউরিটি অফিসার ও চার নিরাপত্তারক্ষী পেয়েছেন। তারা ২৪ ঘণ্টাই কপিল মিশ্রকে নিরাপত্তা দেবেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।