ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: এবার ঝুঁকিতে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
করোনা ভাইরাস: এবার ঝুঁকিতে দিল্লি ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর সংক্রমণ রুখতে দিনরাত কাজ করছে দিল্লি সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র।

বৃহস্পতিবার (০৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ এ তথ্য জানায়।

সোমবার (০২ মার্চ) দিল্লিতে এক ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

অঞ্চলটির সফদারজং হাসপাতালে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তার আগে ওই ব্যক্তি কার কার সংস্পর্শে গিয়েছেন, তা খুঁজে বের করতে উঠেপড়ে লাগে দিল্লি সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের একটি টাস্ক ফোর্স।

শেষ তথ্য অনুযায়ী তারা খুঁজে বের করেছে, ওই ব্যক্তি ৯২ জনের সংস্পর্শে গেছেন, যাদের মধ্যে ১৪ জন দিল্লিতে বাস করেন। অন্য ৭৮ জন যেসব রাজ্যে থাকেন, সেগুলোর সরকারকে এ বিষয়ে খোঁজ রাখতে বলেছে কর্তৃপক্ষ।

ওই ব্যক্তির পরিবারের ছয় সদস্যও কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আগ্রায় বসবাসরত ওই পরিবারকেও সফদারজং হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া, অন্য রাজ্য ও জেলায় কাজ করছে পৃথক টাস্ক ফোর্স, যারা রাজস্থান ভ্রমণে যাওয়া একদল ইতালিয়ান পর্যটক কাদের সংস্পর্শে গেছেন তার খোঁজ করছেন। কারণ ওই পর্যটক দল কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, ‘যেহেতু তারা (ইতালিয়ান পর্যটক দল) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, যে হোটেলগুলোতে তারা ছিলেন, আমরা সেগুলো জীবাণুমুক্ত করার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের কর্মীদেরও আমরা জীবাণুমুক্ত করেছি। ’

বুধবার (০৪ মার্চ) সকাল পর্যন্ত দিল্লির বিমানবন্দরে ১২টি দেশের ১ লাখ ২০ হাজার যাত্রীকে পরীক্ষা করা হয়েছে।

তাদের মধ্যে ১৫২ জনের মধ্যে ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেছে। তাদের ডা. রাম মনোহার লোহিয়া বা সফদারজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত ১১৮ জনের কোভিড-১৯ টেস্টে নেগেটিভ এবং একজনের পজিটিভ এসেছে।

বুধবার পর্যন্ত দিল্লিতে ৩৩ জন হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে ১০ জন বুধবারই ভর্তি হয়েছেন।

ওই দুই হাসপাতাল ছাড়াও আরও ২৫ হাসপাতালের কোয়ারেন্টাইন কার্যক্রম শক্রিশালী করে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।