ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: ইতালিতে আরও ৪১ জনের মৃত্যু  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
করোনা ভাইরাস: ইতালিতে আরও ৪১ জনের মৃত্যু  

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (০৫ মার্চ) ইতালিতে নতুন করে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪৮ জনে। যা মৃতের সংখ্যার দিক দিয়ে চীনের বাইরে এটা দ্বিতীয় সর্বোচ্চ।

 

গত ডিসেম্বরে এই ভাইরাস দেখা দেওয়ার পর চীনে প্রায় ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।
 
এই ভাইরাসটি ইতালির ২২টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। রোমের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের উদ্ধার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
 
এদিকে ইংল্যান্ডে বৃহস্পতিবার (০৫ মার্চ) করোনা ভাইরাসে একজন বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বসনিয়া অ্যান্ড হার্জেগভিনা, স্লোভেনিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এই ভাইরাসের অস্তিত্বের খবর পাওয়া গেছে।
 
যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস প্রতিরোধে কংগ্রেসে ভোটের মাধ্যমে ৮.৩ বিলিয়ন ডলারের জরুরি ফান্ডিংয়ে প্যাকেজের অনুমোদন দিয়েছে। এই ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১১ জন মারা গেছে।
 
বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
আরএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।