ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় ইরানে এবার নবনির্বাচিত নারী এমপির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
করোনায় ইরানে এবার নবনির্বাচিত নারী এমপির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে এবার এক নারী সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। তবে তার বয়স সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

ফাতিমা রাহবার নামের ওই রাজনীতিবিদ সম্প্রতি ইরানের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার মৃত্যুর মাধ্যমে দেশটিতে এই প্রথম কোনো নারী রাজনীতিবিদের করোনা ভাইরাসে মৃত্যু হলো।

 

এর আগে ইরানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে দেশটির ছয়জন রাজনীতিক অথবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু হয়।  

ফাতিমা রাহবার সংসদে রাজধানী তেহরানের একজন প্রতিনিধি ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করে সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে রাখা হয়।

শুক্রবার ইরানে নতুন করো আরো একশ ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মাধ্যমে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার সাতশ ৪৭ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার দুইশ ৩৪ জন।  

একইসঙ্গে ওই সময়ে দুর্ভাগ্যবশত ১৭ জন করোনা রোগী মারা গেছেন, যার মাধ্যমে দেশটিতে কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা একশ ২৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে মুখপাত্র কিনৌশু জাহানপুর।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।