ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ ২ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ ২ সদস্য গ্রেফতার ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজপরিবারের জ্যেষ্ঠ দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন- বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ও ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ।

শনিবার (৭ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবারই (৬ মার্চ) আহমেদ বিন আবদুল আজিজ ও নায়েফকে গ্রেফতার করা হয়। কেন তাদের গ্রেফতার করা হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন মোহাম্মদ বিন নায়েফ। পরে ২০১৭ সালে যুবরাজের নির্দেশে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত নায়েফকে ওই দায়িত্ব থেকে সরিয়ে মক্কায় রাজকীয় প্রসাদবন্দি করে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।