ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: ইরানে আরও ৭৫ মৃত্যু, বিশ্বজুড়ে বেড়ে ৪৭৫১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
করোনা ভাইরাস: ইরানে আরও ৭৫ মৃত্যু, বিশ্বজুড়ে বেড়ে ৪৭৫১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২৯ জনের। এ রোগে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।

বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এসব তথ্য জানায়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, দেশে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসে ১ হাজার ৭৫ জন আক্রান্ত হয়েছেন।  এখন পর্যন্ত সবমিলিয়ে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫ জন। এ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৫ জনের। সবমিলিয়ে দেশে এ রোগে মৃত্যু হয়েছে ৪২৯ জনের।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ২০১৯ সালের শেষ দিকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৫১ জনের। এ রোগে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৮৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৬৮ হাজার ৬৫৪ জন।

রোগটি ছড়িয়ে গেছে বিশ্বের ১২৫টি দেশ ও অঞ্চলে। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। এরপর ইরানে। এরপর স্পেনে ৮৪, দক্ষিণ কোরিয়ায় ৬৬, ফ্রান্সে ৪৮, যুক্তরাষ্ট্রে ৩৮, জাপানে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ কেড়েছে করোনা ভাইরাস।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।