ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা নিয়ে মশকরার পর আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
করোনা নিয়ে মশকরার পর আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

করেনা ভাইরাসকে সম্প্রতি ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করেছিলেন। ভেবেছিলেন কী আর হবে! বলছিলাম ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কথা। মশকরা করা এই প্রেসিডেন্টই এবার আক্রান্ত হলেন করোনা ভাইরাসে!

শুক্রবার (১৩ মার্চ) ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জাইর বলসোনারো।

 বৈঠকের পর নৈশভোজের অনুষ্ঠানে ট্রাম্প ও বলসোনারো বসেছিলেন পাশাপাশি। যুক্তরাষ্ট্র সফর শেষে ব্রাজিলে ফেরার পর থেকেই বলসোনারো অসুস্থ বোধ করছিলেন।  

যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিলে ফেরার পর প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ও যোগাযোগ প্রধান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ফলে তাকেও পরীক্ষা করা হয়েছিল। শুক্রবার (১৩ মার্চ) তিনি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলেন। এরইমধ্যে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম প্রেসিডেন্টের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিল।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী কভিড-১৯ ছড়িয়ে গেছে বিশ্বের ১৩৫ দেশ ও অঞ্চলে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ১২০ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৩৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭৩৩ জন

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।