ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: এবার স্পেনে জরুরি অবস্থার ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
করোনা: এবার স্পেনে জরুরি অবস্থার ঘোষণা 

করোনায় ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ঠেকাতে এবার জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে স্পেন। করোনায় মৃত্যুর দিক দিয়ে ইতালির পরই ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে এ দেশ।  

শুক্রবার (১৩ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগামী ১৫ দিনের জন্য এ জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। শনিবার (১৪ মার্চ) মন্ত্রীসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

স্পেনে বর্তমানে ৪ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার মানুষ। মারা গেছেন ১২০ জন। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে।  

জরুরি অবস্থা জারির প্রসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রত্যেক নাগরিকের জীবনের সুরক্ষা মানুষকে যতোটা পারা যায় কম বিপত্তিতে ফেলে আমরা এ মহামারী ঠেকাবো। সব নাগরিককে যার যার জায়গা থেকে এ পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।  

‘দুর্ভাগ্যজনকভাবে এই আশঙ্কা করতে হচ্ছে যে, আগামী সপ্তাহের মধ্যেই হয়তো স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ’ 

এরই মাঝে দেশটিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে সানচেজ বলেন, করোনা ছড়ানোর হার কমাতে এ পরিস্থিতিতে হাত ধোয়া ও ঘরে থাকাই বীরত্ব।  

করোনা পরিস্থিতি মোকাবিলায় এর আগে শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রেও জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় ,ঋতের সংখ্যা ৪১ জন।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।