ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় সেনাবাহিনীতেও করোনার থাবা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ভারতীয় সেনাবাহিনীতেও করোনার থাবা

ভারতীয় সেনাবাহিনীর ৩৪ বছর বয়সী এক সেনা সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দেশটির সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস।

খবরে বলা হয়, সেনাবাহিনীর এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যিনি ভারতের লেহ জেলার চৌহট গ্রামের বাসিন্দা।  ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৪৭ জন।

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ২০ ফেব্রুয়ারি ইরান থেকে আসেন ওই সেনা সদস্যর বাবা। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৯ ফেব্রুয়ারির পর থেকে তাকে লাদাখ হার্ট ফাউন্ডেশনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইরান থেকে আসার পর তিনি পরিবারের সঙ্গেই ছিলেন। আর আক্রান্ত ওই সেনা সদস্য ২৫ ফেব্রুয়ারি থেকে ছিলেন ছুটিতে। ছুটি শেষে পুনরায় কাজে যোগ দেন ২ মার্চ। এরপর ৭ মার্চ থেকে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৬ মার্চ নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। একইসঙ্গে ওই সেনা সদস্যর ভাইও করোনায় আক্রান্ত হয়েছে। ওই সেনা সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার বোনা, বউ, দুই সন্তানকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভারতে নতুন ১০ জনসহ মোট ১৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দিল্লি, কর্নাটক এবং মহরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ জনের।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।