ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: কুয়েতে কারফিউ জারি, লঙ্ঘনে ৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
করোনা: কুয়েতে কারফিউ জারি, লঙ্ঘনে ৩ বছরের জেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রতিরোধক মাস্ক পরা কুয়েতি নাগরিক

করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মোকাবিলায় পারস্য উপসাগরীয় দেশ কুয়েতে ১১ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হচ্ছে।

রোববার (২২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ সংবাদ জানায় তুরস্কভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহের বরাত দিয়ে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানায়, স্থানীয় সময় রোববার বিকেল ৫টা থেকে সোমবার (২৩ মার্চ) ভোর ৪টা পর্যন্ত এ কারফিউ অব্যাহত থাকবে।

উপ-প্রধানমন্ত্রী জানান, কেউ এ কারফিউ লঙ্ঘন করলে তাকে ৩ বছরের কারাদণ্ড বা ১০ হাজার কুয়েতি দিনার (বাংলাদেশি ২৭ লাখ ৩২ হাজার ১১৬ টাকা) অর্থদণ্ড দেওয়া হবে।

এ দিকে কুয়েতে সরকারি ও বেসরকারি সব অফিস আরও দু’সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার পর্যন্ত কুয়েতে ১৭৬ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে জানায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন এবং এখনো কারো মৃত্যু হয়নি।

করোনা ভাইরাস সংক্রমণে রোববার পর্যন্ত সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৫৯৫ জন। মুত্যৃ হয়েছে ১৩ হাজার ৬৯ জনের।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।