ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এবার যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের ভয়াল থাবায় দুনিয়াব্যাপী বেড়েই চলেছে লাশের পাহাড়। এবার এ ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে পৃথিবীর সবেচেয়ে ক্ষমতাধর দেশ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও। দেশটিতে করোনায় এখন পর্যন্ত সর্বমোট  ১ হাজার ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জনস হপকিন্স এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৭০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। একদিনেই দেশটিতে নতুন করে ১০ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

দেশটিতে বর্তমানে ‘বুলেটের বেগে’ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের পরবর্তী মহামারির কেন্দ্র হয়ে উঠতে পারে বলে গভীর শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় ২ ট্রিলিয়ন ডলারের বিশাল এক অর্থনৈতিক বিল পাস করেছে মার্কিন সিনেট।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।