ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ইতালির মৃত্যুর মিছিলে আরো ৭৬৬ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
২৪ ঘণ্টায় ইতালির মৃত্যুর মিছিলে আরো ৭৬৬ জন

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে ইউরোপের দেশ ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরো ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৮১ জনে। ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির বরাত দিয়ে শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

তবে নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গতদিন ৪৬৬৮ জনের নতুন করে সংক্রমণ হলেও এদিন হয়েছে ৪৫৮৫ জনের।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।

আশার কথা, গত পাঁচদিন নতুন আক্রান্তের সংখ্যা তুলনামূলক কমছে। মৃত্যুর সংখ্যাটি বেশি দেখালেও গত তিনদিন তার আগের কয়েকদিন থেকে কিছুটা কম।

শুক্রবার পর্যন্ত ইতালিতে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৫৮ জন।

ওয়াল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৪ হাজার ২৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৯৮৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৬২ জন।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।