ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দূরত্ব মেনেই নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
দূরত্ব মেনেই নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

করোনার থাবায় কাবু হয়ে পড়েছে পুরো বিশ্ব। সংক্রমণ এড়াতে বিশ্বের দুই শতাধিক দেশে চলছে লকডাউন। জনগণের চলাফেরা সীমিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে সব ধরনের গণপরিবহন। 

ইসরায়েলও বর্তমান সঙ্কটাপন্ন অবস্থার বাইরে নয়। সেখানেও মানতে হচ্ছে শারীরিক দূরত্ব।

এর মধ্যে সবকিছু মেনেই প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দুই হাজারের বেশি মানুষ। বিক্ষোভকারীরা সরকারের বেঁধে দেওয়া দুই মিটার দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে এই বিক্ষোভ প্রদর্শণ করেন।  

রোববার তেল আবিবে ওই বিক্ষোভে দূরত্ব মানার পাশাপাশি তারা মুখে মাস্কও পরেছিলেন। বিক্ষোভকারীরা রবিন স্কয়ারে কালো পতাকা নিয়ে জড়ো হন।

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তার প্রতিপক্ষের সঙ্গে 'জরুরি সরকার' গঠনের চেষ্টা করছেন।  

বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু দেশের গণতন্ত্র ধ্বংস করছেন। তার দুর্নীতির অভিযোগে যে বিচার চলছে, তাতে তিনি হস্তক্ষেপের চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।