ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় ভারতে একদিনে রেকর্ড ৬৭৬৭ জন আক্রান্ত, মৃত্যু ১৪৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ২৪, ২০২০
করোনায় ভারতে একদিনে রেকর্ড ৬৭৬৭ জন আক্রান্ত, মৃত্যু ১৪৭

ভারতে একদিনের ব্যবধানে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ সময় মারা গেছেন ১৪৭ জন।

রোববার (২৩ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৮৬৮ জন। আর করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৪১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন।

অন্যদিকে, করোনা ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৫২ লাখ ৭১ হাজার ৪৯২ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪০ হাজার ১৯৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৩৯২ জন।  

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৬টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ২৪, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।