ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ২৪, ২০২০
দুর্নীতির দায়ে বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহু

দুর্নীতির অভিযোগে বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। রোববার (২৪ মে) তাকে জেরুজালেমের আদালতে বিচারের মুখোমুখি করা হয়। 

ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম নেতা যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিচারের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে ঘুষ, ধোঁকাবাজি, বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

তবে তিনি সবকিছু বেশ জোরালোভাবে অস্বীকার করেছেন।  

৭০ বছর বয়সী প্রধানমন্ত্রী মামলা চলাকালীন বিরোধী পক্ষের দেওয়া পদত্যাগের প্রস্তাব প্রত্যাখান করেছেন।  

টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে দুর্নীতির অভিযোগ ওঠে নেতানিয়াহুর বিরুদ্ধে।  

এক বছরের অধীনে তিনটি অনির্বাচিত নির্বাচনের পরে ক্ষমতা ভাগাভাগি করতে রাজি হয়েছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বেনি গ্যান্টজ।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ২৪, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।