ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: আরেকটি অন্ধকার সপ্তাহে ব্রাজিল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ২৬, ২০২০
করোনা: আরেকটি অন্ধকার সপ্তাহে ব্রাজিল  সংবাদ সম্মেলেনে কথা বলছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ছবি: বাংলানিউজ

আরেকটি অন্ধকার সপ্তাহে প্রবেশ করেছে ব্রাজিল। লাতিন আমেরিকার সর্ববৃহৎ দেশটিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে এবং প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সোমবার (২৫ মে) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে নতুনভাবে আরও ১১ হাজার ৬৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ লাখ ৭৪ হাজার ৮০০ জনে।

মারা গেছেন ২৩ হাজার ৪০০ ব্রাজিলিয়ান।  

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, গত শনিবার (২৩ মে) কোভিড-১৯ পজিটিভের সংখ্যায় রাশিয়াকে টপকে যায় ব্রাজিল। সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে আছে দেশটি।  

২০১৯ সালের শেষদিকে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে যায় করোনা ভাইরাস। এ পর্যন্ত আক্রান্ত হযেছেন ৫৫ লাখ ৯১ হাজার ৯৭০ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৯৫০ জনের। সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬৮ হাজার ৮৬৪ জন।  

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।