ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা মৃত্যুতে স্পেনকে ছাড়িয়ে গেল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মে ৩০, ২০২০
করোনা মৃত্যুতে স্পেনকে ছাড়িয়ে গেল ব্রাজিল

করোনা ভাইরাস সংক্রমণ থেকে অন্য দেশগুলো যেখানে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে, ব্রাজিল সেখানে তর তর করে পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ অফিসিয়াল তথ্যমতে কোভিড-১৯ এর কারণে সাম্বার দেশে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৭৮ জনের। যাতে ছাড়িয়ে গেছে ইউরোপের ক্ষতিগ্রস্ত দেশ স্পেনকেও। আর বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুর তালিকা দেশটি পঞ্চমস্থানে জায়গা করে নিল।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে রেকর্ড ২৬ হাজার ৯২৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ১২৪ জনের।

যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ১৬৬। এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সর্বোচ্চ মৃত্যুর তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স।

শুক্রবার পর্যন্ত স্পেনের মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১। তবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল খুব দ্রুতই ফ্রান্সকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফরাসিদের বর্তমান মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৭১৪।

এদিকে মৃত্যুর হারে পঞ্চম হলেও আক্রান্তের দিক থেকে বিশ্বব্যাপী ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। যদিও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র থেকে অনেক পিছিয়ে রয়েছে তারা। মার্কিন মুল্লুকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।