বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রেহাই পাচ্ছেন না করোনা ভাইরাসের আক্রমণের হাত থেকে। রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরাও করোনায় সংক্রমিত হচ্ছেন।
কোনো উপসর্গ না থাকলেও পরীক্ষায় তার ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বলে সোমবার এক ফেইসবুক লাইভে জানান তিনি।
লাইভ ভিডিওতে পাশেনিয়ান বলেন, “আমার কোনো উপসর্গ ছিল না। চিকিৎসা পরিস্থিতি দেখতে যাওয়ার পরিকল্পনা করছিলাম, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম একবার পরীক্ষা করে দেখার। ”
তার পুরো পরিবারও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন এ প্রধানমন্ত্রী।
আর্মেনিয়ার জনসংখ্যা ৩০ লাখ। এ পর্যন্ত দেশটিতে ৯ হাজার ৪০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩৯ জনের।
সংক্রমণের হার বাড়তে থাকলেও দেশজুড়ে লকডাউন ঘোষণার কোনো পরিকল্পনা করছে না দেশটির সরকার।
প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো নিয়ে প্রচারণা অব্যাহত রাখার দিকেই নজর দেবে তার সরকার।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ০১, ২০২০
নিউজ ডেস্ক