ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সপরিবারে করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ১, ২০২০
সপরিবারে করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস কীভাবে ছড়াচ্ছে তার সবগুলো কারণ এখনও উদঘাটন করতে পারেননি গবেষকরা। আর তাই সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা লোকজনও কোনো না কোনোভাবে এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। 

বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রেহাই পাচ্ছেন না করোনা ভাইরাসের আক্রমণের হাত থেকে। রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরাও করোনায় সংক্রমিত হচ্ছেন।

এবার এ ভাইরাসের শিকার হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ান। তিনি শুধু একা নন তার পুরো পরিবারই আক্রান্ত হয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন।  

কোনো উপসর্গ না থাকলেও পরীক্ষায় তার ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বলে সোমবার এক ফেইসবুক লাইভে জানান তিনি।

লাইভ ভিডিওতে পাশেনিয়ান বলেন, “আমার কোনো উপসর্গ ছিল না। চিকিৎসা পরিস্থিতি দেখতে যাওয়ার পরিকল্পনা করছিলাম, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম একবার পরীক্ষা করে দেখার। ”

তার পুরো পরিবারও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন এ প্রধানমন্ত্রী।  

আর্মেনিয়ার জনসংখ্যা ৩০ লাখ। এ পর্যন্ত দেশটিতে ৯ হাজার ৪০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩৯ জনের।

সংক্রমণের হার বাড়তে থাকলেও দেশজুড়ে লকডাউন ঘোষণার কোনো পরিকল্পনা করছে না দেশটির সরকার।  

প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো নিয়ে প্রচারণা অব্যাহত রাখার দিকেই নজর দেবে তার সরকার।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ০১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।