ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে ভূমিধসে ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, জুন ২, ২০২০
আসামে ভূমিধসে ২০ জন নিহত ছবি: সংগৃহীত

ভারতের আসামের দক্ষিণাঞ্চলে ভূমিধসে প্রায় ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

নিহতরা আসামের দক্ষিণাঞ্চলের বরাক উপত্যকার তিনটি ভিন্ন জেলার বাসিন্দা।

তাদের মধ্যে সাতজন চাচার জেলার, সাতজন হায়লাকান্দি জেলার এবং ছয়জন করিমগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া, আরও কয়েকজন আহত হয়েছেন।

এ অঞ্চলে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুন ০২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।