ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

জ্বর-গলা ব্যথা নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুন ৮, ২০২০
জ্বর-গলা ব্যথা নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেওয়ায় আইসোলেশনে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সোমবার (৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

মঙ্গলবার (৯ জুন) কেজরিওয়ালের করোনা ভাইরাস পরীক্ষা করার কথা রয়েছে।

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) জানায়, মৃদু জ্বর ও গলা ব্যথা থাকায় সেলফ আইসোলেশনে রয়েছেন কেজরিওয়াল। এ কারণে সব ধরনের বৈঠকও বাতিল করেছেন তিনি।

রোববার (৭ জুন) দুপুর থেকে অসুস্থ তিনি এবং তখন থেকেই কারো সঙ্গে সাক্ষাৎ করেননি। দিল্লিতে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেজরিওয়ালের সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন এএপি নেতা এবং শুভাকাঙ্ক্ষীরা।

দিল্লিতে রোজ এক হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে। অঞ্চলটিতে শনাক্ত রোগী মোট ২৭ হাজার ৬৫৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭৬১ জন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ০৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।