সোমবার (১৫ জুন) ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়।
দিল্লির সাউথ ব্লক সূত্র জানায়, ইসলামাবাদের সেক্রেটারিয়েট থানায় ওই দুই ভারতীয়কে রাখা হয়েছিল।
>>>পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ২ কর্মচারী নিখোঁজ
এরআগে, সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত সিআইএসএফ-এর দুই কর্মী অফিস গাড়ি নিয়ে বের হন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা গন্তব্যে পৌঁছাননি। সকাল ৮টার পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সেই খবর দিল্লিতে পৌঁছনো মাত্র ভারতের তরফে তৎপরতা শুরু হয়।
বিষয়টি নিয়ে পাক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু বেলা বাড়লে জানা যায়, নিখোঁজ হওয়া ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মী পাক গুপ্তচর সংস্থা আইএসআই’র হেফাজতে রয়েছে। যদিও পাক সংবাদমাধ্যমগুলি জানায়, গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করেন ওই দু’জন। এজন্য তাদের গ্রেফতার করা হয়।
তার আগেই যদিও নয়াদিল্লিতে পাক দূতাবাসের ভারপ্রাপ্ত কূটনীতিককে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মাধ্যমে ইসলামাবাদে বার্তা পাঠানো হয়, ওই দুই কর্মীকে দ্রুত নিরাপদে দূতাবাসে ফেরাতে হবে, তার কিছুক্ষণ পরই ইসলামাবাদে ওই দুই ভারতীয়কে ছেড়ে দেয়।
বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, জুন ১৬, ২০২০
টিআর/এনটি