ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সচিব কেইলি ম্যাকেনানি এ কথা জানিয়েছেন।
সম্প্রতি লাদাখ সীমান্তে চীনের সঙ্গে ভারতের মুখোমুখি অবস্থান ও তার জেরে ভারতীয় সেনা নিহতের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ জানিয়ে কেইলি ম্যাকেনানি জানান, আমরা গভীরভাবে লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের অবস্থান পর্যবেক্ষণ করছি।
‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চীনের বিরোধ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যাপারে বেইজিংয়ের আগ্রাসী অবস্থানের প্রতিনিধিত্ব করে। তাদের এসব কর্মকাণ্ড মূলত চীনা কম্যুনিস্ট পার্টির প্রকৃত চরিত্রকেই তুলে ধরে। ’
যুক্তরাষ্ট্র চীন-ভারতের সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানান হোয়াইট হাউজের প্রেস সচিব।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এইচজে