ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ফ্লোরিডায় মানুষের মগজখেকো অ্যামিবার হানা! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
এবার ফ্লোরিডায় মানুষের মগজখেকো অ্যামিবার হানা! 

করোনা ভাইরাস মহামারির মধ্যেই এবার আমেরিকায় মানুষের মগজখেকো অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। এই বিরল প্রজাতির অ্যামিবা গরম স্বাদু পানিতে বাস করে। আর নাকের মধ্য দিয়ে মানুষের মগজে প্রবেশ করে।

এর আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এ অ্যামিবার সংক্রমণের ঘটনা ঘটলেও ফ্লোরিডাতে এটা বিরল।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা ফ্লোরিডাতে এই বিরল জাতের অ্যামিবা খুঁজে পেয়েছেন।

এই অ্যামিবা মানুষের মাথায় ঢুকে মগজ খেয়ে ফেলে।

এরইমধ্যে এক ব্যক্তি 'নিগলেরিয়া ফাওলেরি' নামের এই এককোষী প্রাণীর সংস্পর্শে এসেছেন বলে জানিয়েছেন তারা। এই অ্যামিবার সংক্রমণে মৃত্যু প্রায় অবধারিত।  

অ্যামিবা হলো আণুবীক্ষণিক এককোষী প্রাণী।  

তবে আশার কথা হলো, এটা সংক্রামক নয়। অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের দেহে ছড়ায় না।

১৯৬২ সালের পর থেকে এ পর্যন্ত মোট ৩৭ জন নিগলেরিয়া ফাওলেরি অ্যামিবায় আক্রান্ত হয়েছেন। এই ভয়ঙ্কর অ্যামিবা সম্পর্কে ফ্লোরিডার নাগরিকদের সতর্ক করা হয়েছে।  

সেখানকার নাগরিকদের বলা হয়েছে, পানির কল বা অন্য কোনো উৎস থেকে যেন কোনো মতেই নাকে পানি প্রবেশ না করে।  

এই অ্যামিবায় আক্রান্ত হলে যেসব উপসর্গ দেখা দেয় সেগুলো হলো- জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা এবং বমি হওয়া। এছাড়া রোগীর ঘাড় শক্ত হয়ে যায়।

আক্রান্ত ব্যক্তি এক সপ্তাহের মধ্যেই মারা যায়। সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।