ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

এশিয়ার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, জুলাই ১১, ২০২০
এশিয়ার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন মোদী

ভারতের মধ্যপ্রদেশে এশিয়ার বৃহত্তম ৭৫০ মেগাওয়াটের রেওয়া সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১০ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিদ্যুৎকেন্দ্রটি মধ্যপ্রদেশ রাজ্যের রিভা জেলায় অবস্থিত। এশিয়ার বৃহত্তম এ সৌরকেন্দ্র থেকে প্রতিদিন ৭৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা যাবে।

ছবি: সংগৃহীত

প্রায় ৫০০ হেক্টর জমি জুড়ে এই প্রকল্পের ২৫০ মেগাওয়াটের তিনটি সৌরবিদ্যুৎ উৎপাদক ইউনিট আছে।

রেওয়া প্রকল্প থেকে উৎপন্ন সৌরবিদ্যুৎ প্রতি বছর প্রায় ১৫ লাখ টন কার্বনের হ্রাস ঘটাবে। পাশাপাশি এটিই হলো ‘ক্লিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড ইন্ডিয়া’র তৈরি প্রথম সৌর প্রকল্প।

এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে ‘পাওয়ার ম্যানেজমেন্ট কোম্পানি’, মধ্যপ্রদেশ এবং দিল্লির মেট্রোরেল করপোরেশন।

২০১৭ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ