ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে একদিনে আরো ৬৭১ মৃত্যু, শনাক্ত ৩৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
ভারতে একদিনে আরো ৬৭১ মৃত্যু, শনাক্ত ৩৫ হাজার

সংক্রমণ আর মৃত্যুর মিছিলে বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের অন্যতম প্রধান হটস্পট হয়ে উঠেছে ভারত। দেশটিতে দিন দিন ভয়াল রুদ্রমূর্তি ধারণ করছে করোনা। শেষ ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে সেখানে এ ভাইরাসে নতুন করে আরো ৬৭১ জনের মৃত্যু হয়েছে।  

শনিবার (১৮ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানায়।  

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, সর্বশেষ ৬৭১ মৃত্যু নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ২৭৩ জনে দাঁড়িয়েছে।

 

খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নরুন করে আরো ৩৪ হাজার ৮৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৩৮ হাজারে গিয়ে ঠেকেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ভারতে এরই মাঝে মোট করোনা শনাক্তের মধ্যে ৬২.৯৩ শতাংশ মানুষ সেরে উঠেছেন।  

পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, ভারতের বাদবাকি শনাক্তদের মধ্যে বর্তমানে প্রায় ৯ হাজার মানুষ গুরুতর অবস্থায় আছেন।  

করোনা সংক্রমণের দিক দিয়ে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষে রয়েছে। এর আগে আছে ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।