ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা শনাক্তে প্রতিদিন ৬৫ হাজার টেস্ট করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জুলাই ১৯, ২০২০
করোনা শনাক্তে প্রতিদিন ৬৫ হাজার টেস্ট করছে সৌদি আরব

ঢাকা: কোভিড-১৯ মহামারির বিস্তার ঠেকাতে প্রতিদিন ৬৫ হাজারের বেশি টেস্ট করছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেট এ তথ্য জানায়।

সৌদি গেজেট জানায়, মহামারির শুরুতে প্রতিদিন ১ হাজার পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) টেস্ট করা হয়েছিল। পরে মে মাসে ১৫ হাজার থেকে ১৮ হাজার টেস্ট করা হয় প্রতিদিন।

টেস্টের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ায় কর্তৃপক্ষ। সবশেষ গত শুক্রবার ৬৫ হাজার ৫৪৯টি টেস্ট করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী সৌদি আরবের মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।