ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মঙ্গলের উদ্দেশে মহাকাশ যান পাঠাল চীন  

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২০, জুলাই ২৪, ২০২০
মঙ্গলের উদ্দেশে মহাকাশ যান পাঠাল চীন   চীন মঙ্গল গ্রহের উদ্দেশে মহাকাশ যান পাঠিয়েছে , ছবি: সংগৃহীত

 

করোনা পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে প্রথমবারের মতো একক দেশ হিসেবে মঙ্গলগ্রহের উদ্দেশে মহাকাশ যান পাঠিয়েছে চীন।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) মঙ্গলের উদ্দেশে যাত্রা করে চীনের জনহীন রকেট  Long March 5 Y-4।

মহাকাশ যানটি চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং স্পেস লউঞ্চ সেন্টার (যেখান থেকে মহাকাশ যান উৎক্ষেপণ করা হয়) থেকে যাত্রা শুরু করে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে এটি মঙ্গলগ্রহে পা রাখবে বলে আশা করা হচ্ছে। ৯০ দিন ধরে মঙ্গলগ্রহের চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবে এটি।

আমেরিকান, ইউরোপীয় এবং ভারতীয়- আটটি মহাকাশ যান বর্তমানে মঙ্গল গ্রহ প্রদক্ষিণ করছে অথবা এর পৃষ্ঠদেশে অন্যান্য মিশন বা পরিকল্পনায় যুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ