ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

এবার মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, জুলাই ২৪, ২০২০
এবার মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দিলো চীন এবার মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দিলো চীন

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে চীনা দূতাবাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। এর বদলা হিসেবে এবার চীনও মার্কিন দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে।

 

শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা জানান।  

চীনা পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, চীনের পশ্চিমাঞ্চলীয় শহর চেঙডুস্থ মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।  

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস বন্ধের অযৌক্তিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় চেংডুতে মার্কিন দূতাবাস বন্ধের পদক্ষেপ বৈধ ও দরকারি।  

এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) গোয়েন্দা তথ্য চুরির অভিযোগ তুলে ৭২ ঘণ্টার মধ্যে টেক্সাসের হাউজটনস্থ চীনা দূতবাস বন্ধের নির্দেশ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরপরই দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েন নাটকীয় মোড় নেয়।   

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।