ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

আরব আমিরাতে ঈদ উপহার বিনিময়ে বিরত থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
আরব আমিরাতে ঈদ উপহার বিনিময়ে বিরত থাকার আহ্বান

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনগণকে ঈদ উপহার ও নগদ অর্থ বিনিময় থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। পাশাপাশি আত্মীয় ও পরিবারের সঙ্গে নিয়ন্ত্রিত দেখা-সাক্ষাতের আহ্বান জানানো হয়েছে।

সরকারের মুখপাত্র ওমর আল-হাম্মাদির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, ‘জনগণের উচিত সামাজিক মাধ্যম, ই-মেইল ও টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। সংক্রমণ ঠেকাতে ঈদ উপহার ও নগদ অর্থবিনিময় থেকে বিরত থাকা আবশ্যক। ’ হাম্মাদি আরও বলেন, ‘গৃহকর্মীদের বাইরের কারও সঙ্গে সাক্ষাৎ করা উচিত নয় এবং কোনো জিনিস দেওয়া ও নেওয়ার সময় পিপিই ব্যবহার করতে হবে। ’

দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মুহাম্মদ আল-ওয়াসিস আবুধাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, শারীরিক দূরত্ব বজায় রাখা সবার দায়িত্ব। আরব আমিরাতে এ পর্যন্ত ৫৯ হাজার ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ৩৪৫ জন মারা গেছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।