ঢাকা: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারিরীক অবস্থার অবনতি হয়েছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে দিল্লির আর্মি হসপিটালের বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
সন্ধ্যায় হাসপাতালের ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রণব মুখার্জির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় সোমবার (১০ আগস্ট) অস্ত্রোপচার করা হলেও তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এর ফলে তাকে এখনো ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
এর আগে রোববার (০৯ আগষ্ট) রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। সেসময় রক্তপাত না হলেও সোমবার সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তার।
চিকিৎসকের পরামর্শে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি হলে এমআরআই স্ক্যানে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তার মাথার ভেতর রক্ত জমাট বেঁধেছে। ফলে সিদ্ধান্ত হয় অস্ত্রপাচারের।
অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় প্রণব মুখার্জির করোনা ধরা পড়ে। সেই অবস্থাতেই সোমবার রাতে অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয় তাকে।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, আগষ্ট ১২, ২০২০
এইচএমএস/ইউবি