ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ভ্যাকসিন উৎপাদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
রাশিয়ার ভ্যাকসিন উৎপাদন শুরু ছবি: প্রতীকী

বিশ্বে প্রথম নিবন্ধিত করোনা ভাইরাস ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’র গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া। শনিবার (১৫ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেদের ভ্যাকসিন সম্পর্কে এ ঘোষণা দিয়ে জানিয়েছে, উৎপাদন শুরুর দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ এ মাসের শেষ নাগাদ ভ্যাকসিনটি গণহারে প্রয়োগ শুরু করা যাবে।

দেশটির সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, স্নায়ুযুদ্ধ যুগে মহাকাশ জয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এর নামে রাশিয়া নিজেদের কোভিড-১৯ ভ্যাকসিনের নাম রেখেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এই টিকা ইতোমধ্যে তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে।

করোনা ভাইরাসের নিরাপদ ভ্যাকসিন উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে গত ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তবে রাশিয়ার ঘোষণার পরই ভ্যাকসিনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। রাশিয়ারও অনেকে ভ্যাকসিনটির নিরাপত্তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন।

তবে বিশ্বব্যাপী উদ্বেগ ও সন্দেহ থাকলেও ২০টির মতো দেশ এরইমধ্যে এই ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে মস্কো।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।