ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জো বাইডেনের মনোনয়ন চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
জো বাইডেনের মনোনয়ন চূড়ান্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন, ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় কনভেনশন ডেকেছিল দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। চার দিনব্যাপী সেই কনভেনশনের দুইদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে দলটি; মনোনয়ন চূড়ান্ত হয়েছে জো বাইডেনের।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এর আগেও দুই বার ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ১৯৯৮ ও ২০০৮ সালের সেই দুই লড়াইয়ে তিনি না পারলেও এবার তৃতীয়বারে এসে সফল হয়েছেন।

১৭ আগস্ট থেকে শুরু হওয়া এ কনভেনশন ২০ আগস্ট পর্যন্ত চলবে। তবে এবার অন্যান্য বারের মতো নয়, একদম আলাদা, যাকে বলা হচ্ছে, ডিজিটাল কনভেনশন।

বুধবার (১৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দলটির চার দিনব্যাপী জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন রাতে আনুষ্ঠানিক এ মনোয়ন দেওয়া হয়। করোনা ভাইরাস মহামারির কারণে অনলাইনে সারাদেশ থেকে দলের প্রতিনিধিরা ভোট দিয়ে বাইডেনের প্রার্থিতা চূড়ান্ত করেন।

তিনি নির্বাচিত হলে মহামারি-বিক্ষত যুক্তরাষ্ট্রকে মেরামত করতে পারবেন। একইসঙ্গে দেশে বিরাজমান বিশৃঙ্খলার ইতি ঘটাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট প্রতিনিধিরা।

‘লিডারশিপ ম্যাটার্স’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মঙ্গলবার রাতের অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জিমি কার্টারসহ ডেমোক্র্যাটিক পার্টির উঠতি তারকাদের পাশাপাশি বেশ কয়েকজন সুপরিচিত রিপাবলিকান নেতাও যোগ দিয়েছিলেন।

তারা সবাই বাইডেন হোয়াইট হাউসের বিশুদ্ধতা ও যুক্তরাষ্ট্রের জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

এবার ডিজিটাল পোর্টালেই হচ্ছে কনভেনশনের বেশির ভাগ কাজ। উইসকনসিনের মিলওয়াউকিতে কনভেনশন সেন্টারে উপস্থিত থাকছেন শুধু অত্যাবশ্যক এমন কিছু স্টাফ। উইসকনসিন একটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট। এখানকার ভোটের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই এই রাজ্যটিকে বেছে নেয়া হয়েছে কনভেনশনের জন্য।

এ জন্য লাখ লাখ ডলার খরচও করা হয়েছে প্রস্তুতিতে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই আগের ধরনের কনভেনশন হচ্ছে না।

সাধারণত এই কনভেনশনে দলীয় প্রায় চার হাজার ৮০০ ডেলিগেটস প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী মনোনীত করেন। দলীয় নীতি কী হবে, তা নির্ধারণ করেন। ধারাবাহিক বক্তব্য দেন। কিন্তু এবার হাতেগোনা কিছু উপস্থিতি।

কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রানিং মেট ঘোষণা করেছেন জো বাইডেন। এই কনভেনশনের পরের দুই রাতে কমলা হ্যারিস, ২০১৬ সালের নির্বাচনের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া সমাপনীতে বাইডেনেরও বক্তব্য দেওয়ার কথা।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।