বিভিন্ন বিতর্কিত কথা আর কর্মকাণ্ডের জন্য সারা বিশ্বেই ব্যাপকভাবে সমালেচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার জানা গেল তার পরিবারের লোকজনও তাকে পছন্দ করেন না।
ট্রাম্পকে নিয়ে তার বড় বোনের একটি গোপন অডিও রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। তাতে মার্কিন শোনা গেছে, ট্রাম্পকে তিনি ‘নিষ্ঠুর, মিথ্যাবাদী’ ইত্যাদি ভাষায় গালমন্দ করছেন।
যুক্তরাষ্ট্রের সংবামাধ্যম ওয়াশিংটন পোস্ট শনিবার রেকর্ডিংটি প্রকাশ্যে আনে। ২০১৮ থেকে ২০১৯ সময় ব্যাপী অডিওটি রেকর্ড করা হয়। অডিও রেকর্ড করেন ভাতিজি মেরি ট্রাম্প।
১৫ ঘণ্টার সেই অডিওতে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করতে শোনা যায় তার বড় বোন ম্যারিয়ানে ট্রাম্প বেরিকে (৮৩)। বেরির মতে, ট্রাম্পের কোনো নীতি-নৈতিকতা নেই। তাকে বিশ্বাস করা যায় না।
প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিরও কঠোর সমালোচনা করেছেন ম্যারিয়ানে ট্রাম্প। তার মতে, এই নীতি বাচ্চাদের তাদের বাবা-মা থেকে আলাদা করে দেবে।
ম্যারিয়ানে ট্রাম্প বেরি বলেন, নিজের মতো করে সে (ট্রাম্প) সব করতে চায়। তার নীতি নৈতিকতা বলতে কিছুই নেই। তার টুইটগুলো খেদ এবং মিথ্যায় ভরা, ও মাই গড।
অভিবাসন নীতি প্রসঙ্গে রেকর্ডিংয়ের ম্যারিয়ানে বলেন, “এটা পুরোপুরি কপটতা। এটা কপটতা এবং নিষ্ঠুরতা। ডোনাল্ড নিষ্ঠুর। ”
ট্রাম্প পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি করে ভর্তি হয়েছিলেন বলেও দাবি করেছেন তার বোন।
গত মাসে ম্যারি ট্রাম্প চাচা ট্রাম্পের সমালোচনা করে একটি বই প্রকাশ করেন। স্মৃতিকথা বিষয়ক বইটির নাম ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
নিউজ ডেস্ক