ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগের ঘোষণা দিলেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
পদত্যাগের ঘোষণা দিলেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ট্রাম্পের সঙ্গে কনওয়ে

ভোটের আগে ট্রাম্পের কাছ থেকে সরে যাচ্ছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ানি কনওয়ে। তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

এক বিবৃতিতে কনওয়ে বলেছেন, আগস্টের শেষে তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। একইসঙ্গে তিনি হোয়াইট হাউসও ছেড়ে যাবেন। সন্তানদের সঙ্গে তিনি আরও বেশি সময় কাটাতে চান এবং ঠিকভাবে মায়ের দায়িত্ব পালন করতে চান।

৫৩ বছর বয়সী কনওয়ের স্বামী জর্জ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কঠোর সমালোচক। তিনিও রাজনীতির মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।  

২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন এই নারী। এরপর ট্রাম্প তাকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।  
 
হোসাইট হাউসের প্রভাবশালী পদমর্যাদার অধিকারী এ নারী বলেছেন, তিনি স্বাধীনভাবেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। আবারও নির্বাচনের মুখোমুখি ট্রাম্প। কিন্তু এই নির্বাচনের আগে কনওয়ের সরে যাওয়া ট্রাম্প শিবিরে বড় আঘাত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।