ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

প্রণব মুখার্জির কিছুটা উন্নতি, সাড়া দিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, আগস্ট ২৯, ২০২০
প্রণব মুখার্জির কিছুটা উন্নতি, সাড়া দিচ্ছেন প্রণব মুখার্জি, ছবি: সংগৃহীত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

তবে এখনও গভীর কোমায় আচ্ছন্ন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তার ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে।

শনিবার (২৯ আগস্ট) দিল্লির সেনা হাসপাতালের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখার্জি। এখন তার ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে।

এর আগে শনিবার আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল বিবৃতিতে জানায়, বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিনিয়ত তাকে নজরদারিতে রাখছেন। তার রেনাল প্যারামিটারের কিছুটা উন্নতি হয়েছে।

বিবৃতিতে এও বলা হয়েছে, এখনও তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার শরীরের রক্ত সঞ্চালন স্থিতিশীল। রক্তচাপ, হৃৎপিণ্ড এবং পালস রেটও স্থিতিশীল রয়েছে।

প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জি। গত ৯ অগস্ট পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। এরপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ অগস্ট তাকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই অপারেশন হয় তার মাথায়। এছাড়া এর আগে থেকেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।