ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রেস্তোরাঁ ধসে চীনে নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
রেস্তোরাঁ ধসে চীনে নিহত ২৯ ধসে যাওয়া রেস্তোরাঁটির বর্তমান অবস্থা/ ছবি: সংগৃহীত

চীনের শানশি প্রদেশের শিয়াংফেন কাউন্টির একটি রেস্তোরাঁ ধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ আগস্ট) চীনা সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবর এশিয়া টাইমসের।

চীনের সংবাদমাধ্যম শিনহুয়া জানাচ্ছে, দেশটির শানশি প্রদেশের শিয়াংফেন কাউন্টির দুইতলার রেস্তোরাঁটি শনিবার (২৯ আগস্ট) জন্মদিন উদযাপনের সময় ধসে পড়ে। জুশিয়ান নামের রেস্তোরাঁটির ধ্বংসাবশেষ থেকে ৫৭ জনকে বের করা হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ জনের। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তবে, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

সিজিটিএন বলছে, রোববার সকালের দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এখনো রেস্তোরাঁ ধসের কারণ জানা যায়নি। বিষয়টি প্রাদেশিক প্রশাসনের তত্ত্বাবধানে তদন্ত করা হবে বলে জানায় কেন্দ্রীয় সরকারের স্টেট কাউন্সিল।

চীনে এ ধরনের ভবন ধসের ঘটনা নতুন কিছু নয়। ভবন তৈরিতে নিয়মের তোয়াক্কা না করার কারণে এসব দুর্ঘটনার ঘটে বলে ধারণা।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।