ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে প্রতিদিন আত্মহত্যা করে ৩৮১ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
ভারতে প্রতিদিন আত্মহত্যা করে ৩৮১ জন

ভারতে আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে। গত বছর দেশটিতে প্রতিদিন গড়ে ৩৮১ জন আত্মহত্যা করেছেন।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্যে এমন চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।

এনসিআরবির তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভারতে নথিভুক্ত আত্মহত্যার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন। প্রতিদিন গড়ে ৩৮১ জন।  

রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে আত্মহত্যার প্রবণতা ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

২০১৮ সালে নথিভুক্ত আত্মহত্যার ঘটনা ১ লাখ ৩৪ হাজার ৫১৬টি। আর ২০১৭ সালে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ১ লাখ ২৯ হাজার ৮৮৭টি।

এনসিআরবির পরিসংখ্যান অনুযায়ী, ভারতে শহরের মানুষের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি।

রিপোর্টে আরও বলা হয়, প্রতি ১০০ আত্মঘাতীর মধ্যে ৭০ দশমিক ২ শতাংশ পুরুষ। যে পুরুষরা আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে ৬৮ দশমিক ৪ শতাংশই বিবাহিত। আবার বিবাহিত মহিলা আত্মঘাতীর সংখ্যা ৬২.৫ শতাংশ।

দুর্ঘটনায় মৃত্যুতে যেমন মহারাষ্ট্র শীর্ষে। করোনা ভাইরাসে মৃত্যুতেও শীর্ষে। আবার আত্মহত্যার শীর্ষেও মহারাষ্ট্র। গত বছর সেখানে ১৮ হাজার ৯১৬ জন আত্মঘাতী হন।  

দ্বিতীয় সর্বোচ্চ তামিলনাড়ুতে আত্মঘাতী ১৩ হাজার ৪৯৩ জন। তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে আত্মহত্যাকারীর সংখ্যা ১২ হাজার ৬৬৫ জন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।