ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে ৬ মাস থাকার পর ৩০০ রোহিঙ্গার ঠাঁই হলো ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
সাগরে ৬ মাস থাকার পর ৩০০ রোহিঙ্গার ঠাঁই হলো ইন্দোনেশিয়ায়

ঢাকা: সাগরে ছয় মাস ভেসে থাকার পর প্রায় ৩০০ রোহিঙ্গার ঠাঁই হয়েছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি সমুদ্র সৈকতে।

সোমবার (০৭ সেপ্টম্বর) দেশটির কর্তৃপক্ষ এ খবর জানায়।

আচেহ প্রদেশের পুলিশ জানায়, একটি কাঠের নৌকায় করে এসব রোহিঙ্গা জীবনের ভয়ে মিয়ানমার ছেড়ে পালিয়েছেন। আচেহ প্রদেশের স্থানীয় জেলেরা ওই নৌকা শনাক্ত করে এবং মধ্যরাতের পরপরই রোহিঙ্গারা উজুং বালাং সৈকতে নামেন। সৈকতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সংখ্যা ২৯৭ জন। এরমধ্যে ১৮১ জন নারী ও ১৪টি শিশু রয়েছে।

স্থানীয় রেডক্রস কমিটির প্রধান জুনাইদি ইয়াহিয়া জানান, রোহিঙ্গাদের একটি অস্থায়ী জায়গায় রাখা হয়েছে।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানায়, দেশটিতে আসা এ পর্যন্ত সবচেয়ে বড় রোহিঙ্গা দল এটি।

এর আগে, গত জুন মাসে ১০০-এর বেশি রোহিঙ্গাকে উদ্ধার করেছিল আচেহ প্রদেশের জেলেরা। ওই দলে ৪৯ জন নারী ও ৩০টি শিশু ছিলো। প্রথম দিকে ইন্দোনেশিয়ার সরকার এসব রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর হুমকি দিয়েছিলো।  

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।