ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

শুক্র গ্রহের মালিকানা দাবি করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, সেপ্টেম্বর ১৯, ২০২০
শুক্র গ্রহের মালিকানা দাবি করলো রাশিয়া শুক্র গ্রহ; ছবি: সংগৃহীত

পৃথিবীর কোনো স্থান নয়, গোটা শুক্র গ্রহটিকেই ‘রুশ গ্রহ’ বলে দাবি করেছে রাশিয়া।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিএনএন জানায়, গত সপ্তাহে রুশ স্পেস করপোরেশন রসকসমস- এর প্রধান দিমিত্রি রোগোজিন প্রকাশ করেন, শুক্র গ্রহে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মিশন ‘ভেনেরা-ডি’র পাশাপাশি সেখানে নিজস্ব মিশন পরিচালনার পরিকল্পনা নিয়েছে রাশিয়া।

মস্কোতে হেলিকপ্টার ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক প্রদর্শনী হেলিরাশিয়া-২০২০ এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘এখন আমাদের উদ্দেশ্য শুক্র গ্রহে অনুসন্ধান চালিয়ে যাওয়া। আমরা মনে করি, শুক্র একটি রুশ গ্রহ এবং এক্ষেত্রে আমাদের পিছিয়ে পড়া ঠিক হবে না। ’

তিনি বলেন, ‘রাশিয়ার মহাকাশ অনুসন্ধান কর্মসূচি ২০২১-২০৩০ এ শুক্র গ্রহও রয়েছে। ’

শুক্র গ্রহে ফসফিন নামে একটি গ্যাসের সন্ধান মিলেছে, যে কারণে ধারণা করা হচ্ছে গ্রহটি প্রাণীদের বসবাসের উপযোগী হতে পারে। এর একদিন পরই এমন মন্তব্য করলেন রুশ মহাকাশ সংস্থার প্রধান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।