ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ২২, নিখোঁজ ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, সেপ্টেম্বর ২৬, ২০২০
ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ২২, নিখোঁজ ১৩ নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে বিভিন্ন দেশের ৩৫ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডুবে যাওয়া নৌকাটি দেখতে পান লিবিয়ার জেলেরা।

তারা বাংলাদেশি নাগরিকসহ ২২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। এছাড়া, তাদের মধ্যে মিশর, সিরিয়া, সোমালিয়া, ঘানাসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ত্রিপোলির পূর্বাঞ্চলের জিলিতেন শহর থেকে নৌকাটি যাত্রা করে।

উদ্ধার কার্যক্রমের মাধ্যমে সিরিয়ান নারী ও পুরুষসহ তিনজনের মরদেহ পাওয়া গেছে। লিবিয়ার উপকূলরক্ষীরা জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

নৌকাটিতে ঠিক কতজন বাংলাদেশি নাগরিক ছিলেন, তা জানা যায়নি।

সূত্র: ভ্যাটিক্যান নিউজ

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।