‘মাস্ক না পরে বীরপুরুষ সাজার চাইতে ভাইরাসকে গুরুত্ব দেওয়া উচিত’, করোনা আক্রান্ত ট্রাম্পের দিকে এভাবেই তীর্যক আক্রমণ করেছেন জো বাইডেন।
মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।
কিন্তু কথার ফাঁকে নিজের প্রতিদ্বন্দ্বীর নিন্দা করতে ভুললেন না। প্রথম প্রেসিডেনসিয়াল ডিবেটে ট্রাম্প বাইডেনকে মশকরা করেছিলেন মাস্ক পরে থাকার জন্য। তার ওপর প্রচারে মাস্ক ছাড়া ভাষণ দেওয়ার অভ্যাস ছিল ট্রাম্পের, যেখানে হাজার হাজার মানুষের ভিড় থাকতো। এসব ঘটনারই উল্লেখ করলেন বাইডেন।
তিনি বলেন, ‘দেশে যখন করোনা ভাইরাসের এমন দাপট, তখন একে অবহেলা করে বীরপুরুষ হওয়াটা বোকামি। এখানে রাজনীতিকে দূরে রেখেই কথা বলছি। এমনিই চলে যাবে না এ ভাইরাস। তার জন্য লড়াই করতে হবে। ’
আগামী চার সপ্তাহের মধ্যেই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের প্রচারে গিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন ট্রাম্প। কিন্তু এর মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। এর জেরে প্রচারপর্ব কিছুটা হলেও ধাক্কা খাবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প শিবিরও। ট্রাম্পের বেশ কয়েকটি জনসভা ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। কিছু জনসভা অনলাইনে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
নিউজ ডেস্ক