ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীরে পর্যটকদের নতুন গন্তব্য পাঞ্চারির ‘পর্যটন কুটির’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
কাশ্মীরে পর্যটকদের নতুন গন্তব্য পাঞ্চারির ‘পর্যটন কুটির’ ছবি: সংগৃহীত

কাশ্মীরের উধমপুর জেলার পাঞ্চারি গ্রামে নির্মাণ করা হয়েছে সাতটি ‘পর্যটন কুটির’। এরপর থেকে এ কুটিরগুলো হয়ে উঠছে পর্যটনের নয়া স্পট।

এগুলোকে কেন্দ্র করে বাণিজ্য এবং কর্মসংস্থান বাড়বে সে আশা করছেন স্থানীয়রা। খবর এএনআইয়ের।

জম্মু ও কাশ্মীরে পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটাতে প্রশাসন বদ্ধপরিকর। এ কাজে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

পর্যটন কুটির নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে ‘প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সঞ্চারক কর্মসূচি। ’ 

স্থানীয়দের আশা, কুটিরকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে।

পাঞ্চারি গ্রামের সরপঞ্চ (গ্রামপ্রধান) কুলদীপ কুমার বলেন, পর্যটন কুটির তৈরি করায় আমরা জম্মু-কাশ্মীর প্রশাসনের কাছে কৃতজ্ঞ।

গ্রামের বাসিন্দা মিনকার সিং জানান, মালয়েশিয়ার প্রযুক্তি অনুসরণ করে কুটিরগুলো বানানো হয়। এরকম আরও কুটির বানানো হবে।  

গ্রামের আরেক বাসিন্দা আংরেজ সিং বলেন,  কুটির বানানোর কারণে চাকরির সুযোগ আসবে। এরকম আরও কুটির বানানো উচিত।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ