ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে প্রতি ১০ জনের একজন করোনা আক্রান্ত, আশঙ্কা হু’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
বিশ্বে প্রতি ১০ জনের একজন করোনা আক্রান্ত, আশঙ্কা হু’র

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস তার আক্রমণ অব্যাহত রেখেছে। নানান দেশে এর প্রতিষেধক তৈরির প্রক্রিয়া চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও, হু) সতর্কতা জারি করে আশঙ্কা করছে বর্তমানে বিশ্বের প্রতি ১০ জনের একজন কোভিড-১৯ এ পজিটিভ।

ডব্লিউএইচও’র শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক বিশেষ সভা শেষে এমনটি জানানো হয়। যেখানে এক কর্মকর্তা জানান, বিশ্বের বেশিরভাগ অংশই এখন করোনার ঝুঁকিতে রয়েছে।

অফিসিয়াল হিসেবমতে, এখন পর্যন্ত ৩ কোটি ৫০ লাখের বেশি মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছেন। তবে ডব্লিউএইচও অনুমান করছে, এই সংখ্যা ৮০ কোটির কাছাকাছি।

আর বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে বলে আসছেন, করোনা শনাক্তের সংখ্যা থেকে মূল আক্রান্তের হার আরও অনেক বেশি।

ডব্লিউএইচও’র সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে মূলত মহামারি সম্পর্কে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া আলোচনা করতে বৈঠক করা হয়। যেখানে ডব্লিউএইচও’র হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের ডিরেক্টর মাইক রায়ান জানান, বর্তমানে বিশ্বের লোকসংখ্যার ১০ শতাংশই করোনা আক্রান্ত।

করোনা শুরু হওয়ার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এটি শেষ হওয়ার কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে কিছু দেশ এই ভাইরাসের দ্বিতীয় ওয়েভ টের পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।