ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে ৮০ বিক্ষোভকারী গ্রেফতার, যুক্তরাষ্ট্রের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
হংকংয়ে ৮০ বিক্ষোভকারী গ্রেফতার, যুক্তরাষ্ট্রের নিন্দা ছবি: সংগৃহীত

গত ১ অক্টোবর চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে গণতন্ত্রপন্থি সমাবেশ ও বিক্ষোভে অংশ নেওয়ায় ৮০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করে অঞ্চলটির সরকার। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরটাগাস এক বিবৃতিতে বলেন, ‘সমাবেশ, বাকস্বাধীনতা এবং অন্য মৌলিক স্বাধীনতার অধিকারের সম্মানের ওপর হংকংয়ের স্থিতিশীলতা ও সমৃদ্ধি নির্ভর করছে। ’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ জনমত দমন করে হংকং সরকার আবারও প্রমাণ করলো, হংকংয়ের স্বায়ত্তশাসন এবং এর বাসিন্দাদের স্বাধীনতার ওপর চীনা কমিউনিস্ট পার্টির আগ্রাসনে সহায়তা করছে তারা। আমরা দেখছি, স্থানীয় কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে আইনকে ব্যবহার করছে, যা আইনের শাসনের পরিপন্থি এবং মানবাধিকারের প্রতি সম্মান, সমাবেশের অধিকার ও বাকস্বাধীনতা ক্ষুণ্ন করছে। ’

গণতন্ত্রপন্থিদের গ্রেফতারের মাধ্যমে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি পুরোপুরি লঙ্ঘন করছে চীন।

সূত্র: ইন্ডিয়া ব্লুমস

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।