ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

নেভাদা-পেনসিলভ্যানিয়ায় আরও এগিয়ে ‘জয়ের সুবাস’ পাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
নেভাদা-পেনসিলভ্যানিয়ায় আরও এগিয়ে ‘জয়ের সুবাস’ পাচ্ছেন বাইডেন জো বাইডেন/ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৩ নভেম্বর)। এরপর থেকেই চলছে গণনা।

এখন তা শেষ পর্যায়ে চলে এসেছে। তারপরও বলা যাচ্ছে না কে বিজয়ী হবেন। কারণ প্রধান দুই প্রার্থীর ভোট ব্যবধান খুবই অল্প।

তবে মার্কিন গণমাধ্যমের প্রকাশ করা হিসাব অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার ভোটযুদ্ধে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় দেখা গেছে, নেভাদা ও পেনসিলভ্যানিয়া রাজ্যে ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে গেছেন এ প্রার্থী।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, মাত্র ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট থাকা নেভাদায় বাইডেন পেয়েছেন ছয় লাখ ৩২ হাজার ৫৫৮ ভোট, যা শতাংশের হিসাবে ৪৯.৮ ভাগ। এখানে ট্রাম্প ছয় লাখ ৯ হাজার ৯০১ ভোট পেয়ে (৪৮ শতাংশ ভোট) পিছিয়ে আছেন।

আর পেনসিলভ্যানিয়ায় রয়েছে ২০টি ইলেকটোরাল ভোট। এখানে ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৭ ভোট (৪৯.৬ শতাংশ) পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ৫৪ ভোট (৪৯.১ শতাংশ)।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী জো বাইডেন ‘ঐতিহাসিক জয় পেতে যাচ্ছেন’ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘স্পষ্টত আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ নির্বাচনে আমরা জয়ী হতে চলেছি। বিজয় ঘোষণা শুধু সময়ের ব্যাপার। ’

অপরদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

এ পর্যন্ত বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন। যেখানে ট্রাম্প পেয়েছেন ২১৪টি। প্রেসিডেন্ট হওয়ার জন্য ২৭০ ইলেকটোরাল ভোট প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।